সংবাদ শিরোনাম ::

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে রংপুর আনন্দ মিছিল করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
তফসিল ঘোষনার পর পরই বেতপট্টি মোড়ে আওয়ামী কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে জেলা ও মহানগরের নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন এবং তফসিল ঘোষনা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা। আনন্দ মিছিলে জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল অংগ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।