রংপুরে বিএনপি কার্যালয় থেকে পেট্রোল বোমা উদ্ধার গ্রেফতার-১৭

- আপডেট সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

রংপুরে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে থেকে একটি ব্যাগে রাখা নয়টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় সংলগ্ন বিএনপির কার্যালয়ের সাকনের গলি থেকে এই বোমগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে বলে পুলিশ জানায় । পুলিশের ধারনা তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী নাশকতার জন্য এগুলো সংরক্ষন করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দিত।
পেট্রোল বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানান, বিএনপি নাশকতা সৃষ্টির লক্ষ্যে তাদের কেউ গ্র্যান্ড হোটেল মোড় বিএনপি কার্যালয়ে আশপাশে এসব পেট্রোল এনে রেখে দিয়েছেন এবং পেট্রোল বোমা সংরক্ষন করেছেন। পুলিশ তা উদ্ধার করেছে। তবে কে বা কারা এই পেট্রোল বোমা রেখেছে তা অনুসন্ধান কওে দোসীদের সাবস্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল পৌনে দশটার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফজলে রাব্বী বাবুসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত কোতয়ালী থানা মাহিগঞ্জ থানাসহ পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় এসময় বিএনপির ৩ নেতাসহ ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেন। পুলিশ জানায় তাদের সবার বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ সহিংসতা করার চেষ্টার অভিযোগ রয়েছে। বিয়ষটি নিশ্চিত করেছেন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন ।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকে সকাল-সন্ধা হরতাল সারা দেশের ন্যায় রংপুরে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। তবে সকালের দিকে তেমন কোন প্রভাব না পড়লেও রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ, পিকেটিং ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হরতালে দূরপাল্লার বাস ছাড়া যান চলাচল স্বাভাবিক ছিল।
সারাদেশে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস পুলিশকে পিটিয়ে হত্যা এবং নাশকতার প্রতিবাদে দুপুরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন হরতাল বিরোধী শান্তি সমাবেশ করেছে। সমাবেশ আরাম্ভ করার আগে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন।