সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : মোজাম্মেল হক

- আপডেট সময় : ১০:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতে ইসলামী সময় সুযোগ পেলে তাদের আসল চেহারা উন্মোচিত হবে, স্বমূর্তিতে আবির্ভূত হবে এটাই স্বাভাবিক। এটা মেনেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদেরকে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর শিল্প কলা একাডেমিতে মায়ের কান্না আনুষাঠানে বক্তব্যে এসব কথা বলেন, তিনি । তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস তুলে ধরে বলেন একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তাদের যারা সহযোগী ছিল রাজাকার, আল-বদর, আল-শামস এবং যে জামায়াতে ইসলামী সেই সময় দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা সকলে বাংলাদেশে রয়ে গেছে। তারা এখনো আছে,এই জিয়া খালেদা খুনি আগ্নিসন্ত্রাসে বিশ্বাসি। মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার ৫২ বছরের মধ্যে ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন আর বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর ও তার উত্তরাধিকার ১৯ বছর মিলে মোট সাড়ে ২২ বছর ক্ষমতায়। আমাদের সাড়ে ২২ বছরের সঙ্গে তাদের ২৯ বছর তুলনা করলে, মানুষ বুঝবে যে তারা ক্ষমতায় থেকে এদেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছে।
“বিপন্ন মানবতাঃ জিয়াউর রহমানের গুমের ইতিহাস ” শীর্ষক তিনদিন ব্যপী এক আলোকচিত্র প্রদর্শনী মায়ের কান্না সংগঠনের উদ্যোগে আয়োজিত । আলোচনায় সভায় বিশেষ আতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক ডিউক ছৌধুরী,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্ব করেন,মায়ের কান্না সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপি। এর আগে দীপ্ত টেলিভিশনের সিইও ফুয়াদ চৌধূরীর গনফাসি ৭৭ এর প্রমান্য চিত্র প্রদর্শন করাহয়।