মানুষের জানমাল রক্ষায় যেকোন অপচেষ্টাকে রুখে দিতে পুলিশের সক্ষমতা আছে.. আইজিপি

- আপডেট সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৯ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার অপচেষ্টাকে রুখে দিতে পুলিশের সক্ষমতা রয়েছে মন্তব্য করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রশিক্ষিত জনবল, প্রয়োজনীয় সরঞ্জমাদি সমৃদ্ধ শতবর্ষের পুরনো পুলিশ বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবখানে ব্যাপক উন্নয়নের জোয়ার বইছে বলে তিনি মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন উন্নয়নের এই ধারাকে অবহত রাখতে দেশবাসির প্রতি আহ্বান জানান। তবে নির্বাচনকে ঘিরে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার যেকোন অপচেষ্টাকে রুখে দিতে পুলিশের সক্ষমতা রয়েছে রংপুরে আইজিপি।
গতকাল সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশে জঙ্গীদের উত্থান রোধে পুলিশ বাহিনী এক ধাপ এগিয়ে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী পুলিশ বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বাসুদেব বনিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশিদ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, র্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনসহ অন্যারা। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা ব্যবস্থা। এর আগে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।