প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৭:৪০ পি.এম
আরপিএমপ‘র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা
![]()
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি সাংবাদিকগণকে আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহিত বিভিন্ন অনুষ্ঠানমালা, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও তিনি তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশের সাথে যোগাযোগ স্থাপনের "hello rpmp" নামক অ্যাপসটি এখন উদ্বোধনের অপেক্ষায়, যানজট নিরসনকল্পে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত বৈধ অটোরিক্সা সমূহে QR কোড স্থাপনের পরিকল্পনা গ্রহণ হয়েছে, স্মার্ট মহানগরী হিসেবে রংপুরকে গড়ে তোলার জন্য পাইলট প্রজেক্ট হিসেবে একটি “কনসেপ্ট পেপার” প্রনয়নের কার্যক্রম চলমান রয়েছে, আগামী অক্টোবরের শেষে নগরীতে যানজট নিরোসনে টাউন সার্ভিস চালু হতে যাচ্ছে এবং শহরের কৌশলগত স্থাপনা সমূহে MDT system স্থাপনের বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়া পুলিশের যানবাহন সমূহে IOT system স্থাপন আমাদের পরিকল্পনায় রয়েছে। সর্বোপরি রংপুর মেট্রোপলিটন পুলিশকে তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক জনবলের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ”স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে ”স্মার্ট পুলিশিং” এর মাধ্যমে দেশের অগ্রযাত্রায় শামিল হয়েছি আমরা।
পরিশেষে তিনি আবার সকলকে আরপিএমপি'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং আগামীকাল শনিবার অনুষ্ঠানে অংশগ্রহণসহ সকল কাজে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি সদস্যবৃন্দ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীবৃন্দ।
Copyright © 2023 উত্তর বার্তা. All rights reserved.