সংবাদ শিরোনাম ::
আরপিএমপ‘র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

বাবলুর রহমান বারী
- আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি সাংবাদিকগণকে আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহিত বিভিন্ন অনুষ্ঠানমালা, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

পরিশেষে তিনি আবার সকলকে আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং আগামীকাল শনিবার অনুষ্ঠানে অংশগ্রহণসহ সকল কাজে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি সদস্যবৃন্দ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীবৃন্দ।