নিরংপুর মহানগরীতে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর তাজহাট থানাধীন ৩২নং ওয়ার্ডের আরাজী তামপাট এলাকায় ঘটে। এই যুবকের নাম মামুনুর রশিদ মামুন (৩৫) মামুনুর রশিদ আরাজী তামপাট এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৩২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব মোর্শেদ শামীম।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার দিকে আরাজী তামপাট এলাকায় রাস্তা দিয়ে চলাচল করার সময় বিষাক্ত সাপ মামুনকে কামড় দেয়। পরে স্থানীয়রা সাপটিকে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন। ঐরাতে মামুনকে মাহিগঞ্জ এলাকার এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়িতে নেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর রাতে মারা যান।