জাতির পিতা তার জীবন ও তার রক্ত দিয়ে বাংলার মানুষের স্বাধীনতা দিয়ে গেছেন – স্পীকার শিরিন শারমিন

- আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন – জাতির পিতা তার জীবন দিয়ে তার রক্ত দিয়ে বাংলার মানুষের স্বাধীনতা দিয়ে গেছেন, স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন, সেই বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় গড়ে তুলতে হবে৷ কাজেই স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাতকেই শক্তিশালী করতে হবে । নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র- ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি ।
দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানের হাট ইউনিয়নের একবার পুর নলেয়া নদী খননের কার্যক্রম পরিদর্শন ও মৎস অবমুক্ত শেষে মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় নেন । পরে পীরগঞ্জ পৌরসভায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করেন এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার, ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন ।