সংবাদ শিরোনাম ::
রংপুর পীরগাছায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

গত ২৮ আগস্ট রংপুর জেলার পীরগাছা থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তিদ্বয় হচ্ছে জরিফা বেগম (৪০), পিতা-মৃত আব্দুল জব্বার ও আলিজন বেগম (৫০), পিতা- মৃত আফতার হোসেন, উভয়ের সাং-কুরুশা,থানা-ফুলবাড়ী,জেলা-কুড়িগ্রাম। পীরগাছা থানাধীন পাওটানাহাট বাজারে প্রিয়াংকা সুইটস মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনাকালে পীরগাছা থানা পুলিশের একটি টিম অটোভ্যান তল্লাশি করে দুই যাত্রীর নিকট পলিথিনের তিনটি টুপলায় ৩ কেজি ৫০০ গ্রাম কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।