রংপুর জেলার ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতাঃ মৃত মজিবর রহমান, মাতাঃ মৃত সোনা ভান, সাং-সোনাইকাজি, থানাঃ ফুলবাড়ি, জেলাঃ কুড়িগাম। গংগাচড়া থানাধীন রংপুর-লালমনিরহাটগামী মহাসড়কের পূর্ব ইচলি সোলার অফিসের সামনে অদ্য দুপুর ১৪.৪৫ ঘটিকার সময় একটি ব্যাটারি চালিত অটো তল্লাশী করে চালকের বসার সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ০৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করে। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এই ঘটনায় গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।