ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিন্ডিকেট ভাঙতে না পারলে আলু আমদানির সুপারিশ করা হবে-রংপুরে ভোক্তা ডিজি রংপুরে মায়ের কান্নার আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন মানুষের জানমাল রক্ষায় যেকোন অপচেষ্টাকে রুখে দিতে পুলিশের সক্ষমতা আছে.. আইজিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আরপিএমপ‘র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা রংপুরে র‌্যাবের অভিযানে ৪ জঙ্গি গ্রেফতার রংপুর নগরীতে চালু হলো যানবাহন নিয়ন্ত্রণে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা রসিকের বস্তি এলাকার ৬৭ ভাগ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে সরকারী হাসপাতালে ফিজিওথেরাপিস্টদের নিয়োগসহ নানা দাবী তুলে ধরে রংপুরে ফিজিওথেরাপিস্টদের আলোচনা সভা

লালমনিরহাটের কালিগঞ্জে জীবিত পুঁতে রেখে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
গত ১৪ জুলাই ২০২২ তারিখ ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫)’কে তার সৎভাই কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক সেবন করে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এলাকাবাসীর সামনে। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু ইতিমধ্যে খুনিরা আত্মগোপন করে। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫) এর মায়ের জমি ভোগ করে আসছিল তার সৎভাই খেলান উদ্দিন ও আবদুস সাত্তার। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এক বছর আগে তার সৎভাইদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫)। বিষয়টির কোন ক‚লকিনারা পাচ্ছিল না পুলিশ। অবশেষে এক ব্যক্তির স্বীকারোক্তিতে খুলল ঘটনার জট। ১৩ জুলাই ২০২২ তারিখ আদিতমারী উপজেলার পশ্চিম রামদেব গ্রামে তার সৎভাই আবদুস সাত্তারের ভায়রা আবদুল আজিজ ওরফে রাশেদুল ড্রাইভার ও ঐ গ্রামের বাসিন্দা আশরাফ আলী এবং সেকেন্দার আলীর সহযোগিতায় একটি বাড়িতে আলমগীর হোসেন (৪৫)কে ডেকে কৌশলে কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক খাওয়ান। ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫) জ্ঞান হারিয়ে ফেললে জীবিত অবস্থায় বাঁশঝাড়ের মধ্যে পুঁতে রাখে।
ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে ১৪ জুলাই ২০২২ তাখি কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর মধ্যে ভিকটিমের সৎভাই খেলান উদ্দিন ও আবদুস সাত্তার মারা গেছে। গত ১০/০৭/২০২৩ ইং তারিখে ভিকটিমের ভাই সাদ্দাম হোসেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন, যার মামলা নং-০৭/২১১, তারিখ-১০/০৭/২০২৩, ধারা-৩৬৪/১১৪ পেনাল কোড ।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০৮/২০২৩ ইং তারিখ গাজীপুর জেলার টুঙ্গী থানা এলাকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী মোঃ আদম আলী (৫৮), পিতা-মৃত জহর উদ্দিন, সাং-রুদ্রেশ্বর, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ঐ দিন পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক সেবন করিয়ে জীবিত অবস্থায় বাঁশঝাড়ের মধ্যে মাটিতে পুঁতে রেখে হত্যা করে বলে স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতার জন্য র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। ধৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালমনিরহাটের কালিগঞ্জে জীবিত পুঁতে রেখে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর।

আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
গত ১৪ জুলাই ২০২২ তারিখ ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫)’কে তার সৎভাই কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক সেবন করে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এলাকাবাসীর সামনে। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু ইতিমধ্যে খুনিরা আত্মগোপন করে। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫) এর মায়ের জমি ভোগ করে আসছিল তার সৎভাই খেলান উদ্দিন ও আবদুস সাত্তার। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এক বছর আগে তার সৎভাইদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫)। বিষয়টির কোন ক‚লকিনারা পাচ্ছিল না পুলিশ। অবশেষে এক ব্যক্তির স্বীকারোক্তিতে খুলল ঘটনার জট। ১৩ জুলাই ২০২২ তারিখ আদিতমারী উপজেলার পশ্চিম রামদেব গ্রামে তার সৎভাই আবদুস সাত্তারের ভায়রা আবদুল আজিজ ওরফে রাশেদুল ড্রাইভার ও ঐ গ্রামের বাসিন্দা আশরাফ আলী এবং সেকেন্দার আলীর সহযোগিতায় একটি বাড়িতে আলমগীর হোসেন (৪৫)কে ডেকে কৌশলে কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক খাওয়ান। ভিকটিম মোঃ আলমগীর হোসেন (৪৫) জ্ঞান হারিয়ে ফেললে জীবিত অবস্থায় বাঁশঝাড়ের মধ্যে পুঁতে রাখে।
ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে ১৪ জুলাই ২০২২ তাখি কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর মধ্যে ভিকটিমের সৎভাই খেলান উদ্দিন ও আবদুস সাত্তার মারা গেছে। গত ১০/০৭/২০২৩ ইং তারিখে ভিকটিমের ভাই সাদ্দাম হোসেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন, যার মামলা নং-০৭/২১১, তারিখ-১০/০৭/২০২৩, ধারা-৩৬৪/১১৪ পেনাল কোড ।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০৮/২০২৩ ইং তারিখ গাজীপুর জেলার টুঙ্গী থানা এলাকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী মোঃ আদম আলী (৫৮), পিতা-মৃত জহর উদ্দিন, সাং-রুদ্রেশ্বর, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ঐ দিন পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক সেবন করিয়ে জীবিত অবস্থায় বাঁশঝাড়ের মধ্যে মাটিতে পুঁতে রেখে হত্যা করে বলে স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতার জন্য র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। ধৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।