সংবাদ শিরোনাম ::
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে নদীপাড়ের মানুষ। নিম্নাঞ্চল প্লাবিতি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ মিটার ৩৫ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৬সেন্টিমিটার। যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন এর নীচু এলাকাসহ শংকরদহ,পশ্চিম ইচলী ছাড়াও বাগেরহাটের প্রায় দুই হাজার পরিবার পানি বন্দী হয়ে মানবতের জীবন যাপন করছেন। এছাড়া, ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়া দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।হঠাৎ পানি বাড়ার ফলে গবাদি পশুর খাবার নিয়ে বিপাকে পড়েছেন তারা।