সংবাদ শিরোনাম ::
শাহরুখ-নয়ন তারার রোমান্স মুগ্ধ সকল দর্শক

বিনোদন ডেক্স
- আপডেট সময় : ০৬:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

প্রকাশ্যে এবার শাহরুখের খানের ‘জাওয়ান সিনেমার দ্বিতীয় গানে। আজ সোমবার দুপুরে গানটি উন্মুক্ত হতে না হতেই কমেন্ট বক্স ভেসে যাচ্ছে ভক্তদের প্রশংসা আর ভালোবাসায়। বিশেষ করে শাহরুখ খান ও নয়নতারার রোমান্সে । গান প্রকাশ পাওয়ার খবর শাহরুখ খানের সামাজিক মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন। গানটি লিখেছেন কুমার, আর গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ এবং গান ভিডিওটি করেছেন কোড়িওগ্রাফি ফারাহ খান। জাওয়ান ছবির এই গানটিতে শাহরুখ ও নয়নতারার রোমান্সে মুগ্ধ হবে সারা ভারত, এমনটাই ধারণা করা হচ্ছে। মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে আরও রয়েছেন নয়নতারা, সানা মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।