সংবাদ শিরোনাম ::
রংপুরের বদরগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

রংপুর জেলায় পুনর্বাসন কার্যক্রমের আওতায় চতুর্থ পর্যায়ে বদরগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৫৫ জন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর। একই সঙ্গে তারাগঞ্জ ও কাউনিয়ার পর এবার বদরগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হল।
জেলা প্রশাসক বলেন, চতুর্থ পর্যায়ে বরাদ্দ ১ হাজার ৩৩৮টি গৃহের মধ্যে প্রথম ধাপে ৭৫৮টি পরিবারকে জমিসহ পাকাঘর হস্তান্তর করা হয়। বাকি ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব ঘর উদ্বোধন করার পরপরই উপকাভোগীদের কাছে ২ শতাংশ জমির দলিল, নামজারি এবং সনদ হস্তান্তর করেেছ জেলা প্রশাসন। এ উপলক্ষে বদরগঞ্জ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে জমি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানসহ ভূমিহীন ও গৃহহীনরা উপস্থিত ছিলেন ।